যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য

11th August 2021 10:59 am বাঁকুড়া
যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  সাত সকালে পেশায় গোরু ব্যবসায়ী এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার পানুয়া-ডোমপাড়া গ্রামে। মৃতের নাম শেখ মনিরুল (৩৬)। বাড়ি জয়পুর থানার দৌলতচক গ্রামে।
   
স্থানীয়দের একাংশের দাবি, মঙ্গলবার রাতে কোতুলপুর থানার এক সিভিক ভল্যান্টিয়ার টুবাই চক্রবর্ত্তীর সঙ্গে জয়পুরের দৌলতচক গ্রামের শেখ মনিরুলের টাকা-পয়সা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। আর এই ঘটনার জেরেই মদ খাইয়ে ঐ সিভিক ভল্যান্টিয়ার ধারালো অস্ত্র দিয়ে শেখ মনিরুলকে খুন করেছে বলে তারা অভিযোগ করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার সকালেই কোতুলপুর থানার পুলিশ পানুয়া-ডোমপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত ঐ সিভিক ভল্যান্টিয়ার সহ আরো একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয়রা এই খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও  অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।